বাংলাদেশকে চীন কখন স্বীকৃতি প্রদান করে ?

সঠিক উত্তর: ১৯৭৫ সালে
# বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ। স্বীকৃতি দেয়। # বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ- ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১) # দ্বিতীয় দেশ- ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বীকৃতি দান করে। (ভুটান স্বীকৃতি দেওয়ার কিছু পরে ভারত স্বীকৃতি দেয়।) # প্রথম আরব দেশ- ইরাক (৮ জুলাই ১৯৭২)। #  প্রথম আমেরিকান দেশ বার্বাগোস (২০ জানুয়ারি ১৯৭২)। # প্রথম সমাজতান্ত্রিক দেশ- পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)। # প্রথম আফ্রিকান দেশ- সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২) স্বীকৃতি প্রদান করে। # মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়- ৪ এপ্রিল ১৯৭২। # সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি দেয়।