“ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।'- কীভাবে?

সঠিক উত্তর: ভুল স্বীকার করে
# উল্লেখিত উক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত 'আমার পথ' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।# আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ 'রুদ্র-'মঙ্গল' থেকে সংকলন করা হয়েছে।আমার পথ থেকে গুরুত্বপূর্ণ তথ্য:# ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়- ভুল থেকে শিক্ষা নিয়ে।# নিজের প্রতি বিশ্বাস করতে শেখাচ্ছিলেন- মহাত্মা গান্ধী।# কাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে।# কবি কিসের বৈষম্যের কথা বলেছেন- ধর্ম ।# কবি কিসের বিরুদ্ধে অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন- সকল অন্যায়ের বিরুদ্ধে।# 'আমি আছি' বলতে 'আমার পথ' প্রবন্ধে কী বোঝানো হয়েছে- গান্ধীজি আছেন ।