মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল?

সঠিক উত্তর: ১০,০০০
'সিরাজউদ্দৌলা' নাটকটি চারটি অঙ্কে ও বারোটি দৃশ্যে বিনাপ্ত । এর মধ্যে আটটি দৃশ্যেই সিরাজ স্বয়ং উপস্থিত ।নাটকটির কাহিনি মুখ (exposition) উন্মোচিত হয়েছে যুদ্ধ দিয়ে।সিরাজউদ্দৌলা বাংলা সাহিত্যের অন্যতম ঐতিহাসিক ও ট্র্যাজেডি নাটক।মোহাম্মদী বেগ ১০,০০০ (দশ হাজার) টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল।সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকরা হলেন- মীর জাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ, জগৎশেঠ, উমিচাঁদ, রাজা রাজ বল্লভ, মহারাজা নন্দকুমার, ঘষেটি বেগম, মীরন, মোহাম্মদী বেগ, ওয়াটসন, ওয়াটস, ক্রাফটন, রবার্টক্লাইভ, মীর কাশিম প্রমুখ