‘তার পিঠে রক্তজবার মতো---- ছিলো’ শূন্যস্থানে কী হবে?

সঠিক উত্তর: ক্ষত
এই চরণটি আবু জাফর ওবায়দুল্লাহের কবিতা “আমি কিংবদন্তীর কথা বলছি” থেকে নেয়া হয়েছে। পূর্ণ চরণটি হলোঃআমি কিংবদন্তির কথা বলছিআমি আমার পূর্বপুরুষদের কথা বলছি। তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিলকারণ তিনি ক্রীতদাস ছিলেন।