কোন বিদেশী সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথমে বহির্বিশ্বে করেন?

সঠিক উত্তর: সাইমন ড্রিং
# বর্হিবিশ্বে সর্বপ্রথম বাংলাদেশে সংঘটিত পাকিস্তানি বর্বরতার খবর প্রকাশ করেন- সাইমন ড্রিং (১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক)।# সাইমন ড্রিং এর পুরো নাম- সাইমন জন ড্রিং।# সাইমন ড্রিং মুক্তিযুদ্ধের খবর প্রথম পত্রিকায় প্রকাশ করেন- ৩০ মার্চ, ১৯৭১ সালে লন্ডন ভিত্তিক দ্যা ডেইলি টেলিগ্রাফ পত্রিকায়।# সাইমন ড্রিং প্রকাশিত খবরের শিরোনাম ছিল- ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান ।# ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের সাহায্যের জন্য “Concert for Bangladesh" আয়োজন করেন- জর্জ হ্যারিসন (যুক্তরাজ্য) ও পন্ডিত রবি শংকর (ভারত)।# মুক্তিযুদ্ধে বিদেশী নাগরিক শহীদ মাদার মারিও ভেবেনজি (ইতালির নাগরিক) ।