'তাহারেই পড়ে মনে' কবিতার সারকথা কী ?

সঠিক উত্তর: প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
# সুফিয়া কামাল রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতার সারকথা প্রকৃতি ও মানবমনের সম্পর্ক।# 'তাহারেই পড়ে মনে' কবিতাটি 'সাঁঝের মায়া' কাব্যের অন্তর্গত। # কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৫ খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মাদী পত্রিকায়।# গঠন রীতির দিক থেকে এটি নাট্যগুণ সম্পন্ন এবং সংলাপ নির্ভর কবিতা ।# কবিতাটি অক্ষর বৃত্ত ছন্দে রচিত।