“আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি”---‘সিরাজউদ্দৌলা' নাটকের উক্তিটি কার?

সঠিক উত্তর: মিরজাফর
# 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে মিরজাফর জগৎশেঠকে উদ্দেশ্যে বলে- আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি ।# ‘সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফরের কিছু উক্তি:• কাজেই আর কালক্ষেপ নয়। • (প্রসন্ন হাসি হেসে) সে যাক! খবর কি তাই বলো! • কথা থামাবে রাইস মিয়া। • এখন তুমি কার কাছ থেকে আসছ? • অবাক হবারই কথা। এ সময়ে এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক।