'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা'-গানটির রচয়িতা কে?

সঠিক উত্তর: অতুল প্রসাদ সেন
"মোদের গরব মোদের আশা, আ - মরি বাংলা ভাষা " - গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতবর্ষ এর ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত একজন বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তার রচিত গানগুলোর মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।