পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্র দেশ কোনটি ?

সঠিক উত্তর: ব্রিটেন
# আধুনিক/সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার বলা হয় ব্রিটেনকে । # সংসদীয় গণতন্ত্র এক প্রকারের শাসন ব্যবস্তা, যাতে সর্বময় ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত সংসদের উপর ন্যস্ত থাকে। # এই ব্যবস্থা সরকার প্রধানের দায়িত্ব পালন করেন প্রধামন্ত্রী। # ব্রিটেনের রাষ্ট্রীয় নাম- ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দান আয়ারল্যান্ড। # ব্রিটেন দেশটি বিশ্বে ব্রিটেন ব্যতীত পরিচিত- যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, UK. # শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল- ব্রিটেনে। # ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয়- অষ্টাদশ শতাব্দীতে।