“সিরাজউদ্দৌলা” নাকটটির কয়টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত ছিলেন ?

সঠিক উত্তর: ৮টি
# সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটকে ৮টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত ছিলেন।# সিরাজউদ্দৌলা নাটকে মোট ৪ টি অঙ্ক এবং ১২ টি দৃশ্য রয়েছে।‘সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ স্বয়ং উপস্থিত ৮টি দৃশ্যে# ১ম অঙ্ক ও ১ম দৃশ্য- ক্যাপ্টেন ক্লেটন, ওয়ালি খান, জর্জ, হলওয়েল, উমিচাঁদ, মিরমদান, মানিকচাঁদ, সিরাজ, রায়দুর্লভ, ওয়াটস।# ১ম অঙ্ক ও ৩য়/শেষ দৃশ্য- ঘসেটি বেগম, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎশেঠ, রাইসুল জুহালা, রায়দুর্লভ, প্রহরী, সিরাজ, মোহনলাল, নর্তকী, বাদকগণ।# ২য় অঙ্ক ও ১ম দৃশ্য- নকিব, সিরাজ, রাজবল্লভ, মিরজাফর, জগৎশেঠ, রায়দুর্লভ, উৎপীড়িত ব্যক্তি, প্রহরী, ওয়াটস, মোহনলাল ।# ৩য় অঙ্ক ও ১ম দৃশ্য- ঘসেটি, লুৎফা, আমিনা, সিরাজ, পরিচারিকা। নবাব-জননী আমিনা বেগম ও লুৎফুন্নিসা উপবিষ্টা ।# ৩য় অঙ্ক ও ২য় দৃশ্য- সিরাজ, মোহনলাল, মিরমদান, প্রহরী, বন্দি কমর।# ৩য় অঙ্ক ও ৩য় দৃশ্য- সিরাজ, প্রহরী, সৈনিক, দ্বিতীয় সৈনিক, তৃতীয় সৈনিক, সীফে, মোহনলাল, রাইসুল জুহালা, ক্লাইভ, রাজবল্লভ, মিরজাফর, ইংরেজ সৈনিকগণ।# ৪র্থ অঙ্ক ও ২য়/শেষ দৃশ্য- কারা প্রহরী, সিরাজ, মিরন, মোহাম্মদি বেগ।