দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে?

সঠিক উত্তর: ব্রেইল
  ব্রেইল একটি বিশেষ পদ্ধতি। যার মাধ্যমে অন্ধদের শিক্ষা দেওয়া হয়।• ব্রেইল হলো কাগজের উপর ৬টি বিন্দুর মাধ্যমে লেখা ফুটিয়ে তোলার পদ্ধতি।• লুই ব্রেইল ১৮০৯ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণের ৮ বছরের মাথায় অন্ধ হয়ে যায়। পরে ১৮২৯ সালে তিনি ব্রেইল আবিষ্কার করেন।