এক খন্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন -

সঠিক উত্তর: কমবে
     পানির তাপমাত্রা ০ থেকে ৪° তে উন্নতি হলে পানির ঘনত্ব বাড়ে।    সাধারণত কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হলে আয়তন বাড়ে এবং তরল পদার্থ কঠিনে পরিনত হলে আয়তন কমে।    কিন্তু পানির ক্ষেত্রে এই ঘটনাটি সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ১ খন্ড বরফকে উত্তপ্ত করলে পানিতে পরিণত হয়ে আয়তন কমবে, আবার পানিকে বরফে পরিনত করলে আয়তন বাড়বে ।   • সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্য রশ্মির বিক্ষেপনের কারণে।      সাগরে লবণাক্ততার কারণে সাগরের পানিতে সাতার কাটা সহজ।