সাধিত শব্দ কতভাগে ভাগ করা যায় ?

সঠিক উত্তর: দুই
   সাধিত শব্দ: যে সকল শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক। শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত। হয়ে থাকে। যেমন: গায়ক, প্রহার পরিচালক, গরমিল, সম্পাদকীয় প্রভৃতি । # সাধিত শব্দ দুই প্রকার: ১. নাম শব্দ ২. ক্রিয়া শব্দ ।