কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ?

সঠিক উত্তর: আমি বীরাঙ্গনা বলছি
নীলিমা ইব্রাহিম - এর মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণামূলক প্রবন্ধগ্রন্থ ‘আমি বীরাঙ্গনা বলছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলার যেসব নারী কোনো না কোনোভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে দিনের পর দিন পাশবেক নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব যুদ্ধাহত কয়েকজনের সত্য কাহিনীনির্ভর জীবন ইতিহাস এই ‘আমি বিরাঙ্গনা বলছি। ‘নন্দিত নরকে’ (উপন্যাস) - হুমায়ূন আহমেদ। ‘চৌচির’ (উপন্যাস) আবুল ফজল। ‘অভিশপ্ত নগরী’ (উপন্যাস)—সত্যেন সেন।