‘রাশি’ শব্দটি দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটি?

সঠিক উত্তর: জলরাশি
    একবচন : টা, টি, খানা, খানি। যেমন: গোরুটা, বালকটি, বইখানি  বহুবচন : রা, গুলা, গুলি, গুলো, দিপ, দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়।যেমন: জলরাশি, রচনাবলি, ছাত্ররা, টাকাগুলো, বৃক্ষরাজি।