‘গরু মাংস খায়’ - বাক্যটি অশুদ্ধ কেন?

সঠিক উত্তর: যোগ্যতার অভাব
  বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। যেমন: 'গোরু ঘাস খায়। (বাক্যটিতে অর্থগত এবং ভাবগত সমন্বয় আছে) ।  যোগ্যতাহীন বাক্য। 'গোরু মাংস খায়।' (বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে। কারণ গোরু মাংস খায় না গোরু ঘাস খায়।)