অমিত্রাক্ষর ছন্দের ভিত্তি কোন ছন্দ?

সঠিক উত্তর: পয়ার
মাইকেল মধুসূদনদত্ত তার অমিত্রাক্ষর ছন্দের ভিত্তি হিসেবে চতুর্দশ মাত্রিক পয়ারকে বলেছেন। যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকেনা, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দ রূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক প্রবর্তিত হয়েছিল।