‘বুদ্ধির মুক্তি আন্দোলন’ এর সাথে জড়িত ছিলেন_

সঠিক উত্তর: মোতাহের হোসেন চৌধুরী
  ‘বুদ্ধির মুক্তি আন্দোলন' এর সাথে জড়িত মোতাহের হোসেন চৌধুরী।- ঢাকায় ১৯২৬ সালে মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়।- এই সমাজ তাদের মুখপত্র হিসাবে 'শিখা' নামের একটি পত্রিকা প্রকাশ করত, যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত- 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব ।- এই সমাজের কার্যক্রম বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত লাভ করে।