কোন প্রবাদটি “জাদুঘরে কেন যাব” প্রবন্ধে ব্যবহৃত হয়েছে?

সঠিক উত্তর: চোর পালালে বুদ্ধি বাড়ে
জাদুঘরে কেন যাব প্রবন্ধটি আনিসুজ্জামান এর লিখা।তিনি ১৯৩৭ সালের ১৮ই ফেব্রুয়ারী জন্মগ্রহন করেন। এই রচনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের রজতজয়ন্তী উপলক্ষ্যে শামসুল হোসাইনের সম্পাদনায় প্রকাশিত স্বারক পুস্তিকা 'ঐতিহায়ন' (২০০৩) থেকে সংকলিত হয়েছে।