পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হলে তাকে কী বলে?

সঠিক উত্তর: অন্যোন্য সমীভবন
পরাগত সমীভবন: পরের ব্যঞ্জনধ্বনির প্রভাবে আগের ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। যেমন, তৎ+জন্য> তজ্জন্য, তৎ+হিত> তদ্ধিত, উৎ+মুখ> উন্মুখ। প্রগত সমীভবন: আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। যেমন: চক্র> চক্ক, পক্ব > পক্ক, পদ্ম> পদ্দ, লগ্ন> লগ্‌গ ইত্যাদি। বিষমীভবন: পাশাপাশি একই ব্যঞ্জনধ্বনি দু'বার থাকলে তাদের একটি পরিবর্তিত হলে তাকে বিষমীভবন বলে। যেমন, শরীর > শরীল, লাল > নাল প্রভৃতি।