প্রধান বিচারপতি পদ শূন্য থাকলে কে দায়িত্ব পালন করবেন?

সঠিক উত্তর: আপিল বিভাগের প্রবীণতম বিচারক
সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা আছে, প্রধান বিচারপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান বিচারপতি তাহার দায়িত্বপালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষ জনকভাবে প্রতীয়মান: হইলে ক্ষেত্রমত অন্য কোন ব্যক্তি অনুরূপে পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুণরায় গ্রহণ না করা পর্যন্ত আপীল: বিভাগের অন্যান্য বিচারকদের মধ্যে যিনি কর্মে প্রধানতম, তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন।