নূরলদীনের ডাকে কত বঙ্গাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিলো?

সঠিক উত্তর: ১১৮৯
নূরলদীনের ডাকে ১১৮৯ বঙ্গাব্দে (১৭৮২ খ্রিস্টাব্দে) ব্রিটিশবিরোধী আন্দোলনে মানুষ যেভাবে জেগে উঠেছিলো, বাঙালির মুক্তি সংগ্রামেও বাংলার জন-মানুষ ঠিক সেইভাবে জেগে ওঠবে এটাই কবির বিশ্বাস। কবির শিল্পভাবনায় নূরলদীন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়।