'আয়ু যেন "পদ্ম পাতার নীর" -এই বাক্যে 'পদ্ম পাতয়' -

সঠিক উত্তর: অধিকরণ কারক
আয়ু যেন তার, " পদ্ম পাতার নীর"। এখানে পদ্ম পাতা অধিকরণ কারক। কারণ, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাকে ভাবাধিকরণ বলে। এখানে পদ্ম পাতা ভাবাধিকরণ কারক।