জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের ?

সঠিক উত্তর: ইউরোপ
জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয়- নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমেসাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে। জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।জাতিসংঘের প্রথম মহাসচিব- ট্রাইগভেলাই (ট্রিগভেলি)।জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব হলেন- অ্যান্তোনিও গুতেরেস তিনি পর্তুগালের নাগরিক এবং পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।অ্যান্তোনিও গুতেরেসের কার্যকাল- ১ জানুয়ারি, ২০১৭- বর্তমান