'জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন' -স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থানে রচিত 'বাতাসে লাশের গন্ধ' কবিতার বহুল উচ্চারিত এই পংক্তির বিক্ষুদ্ধ কবির নাম-

সঠিক উত্তর: রুদ্র মুহাম্মদ শহিদিুল্লাহ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ"। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ"। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ যে কবিতাগুলো লিখেছেন তার অধিকাংশই স্বাধীনতা - উত্তর অস্থিতিশীল গণমানুষবিমুখ সামরিক সময়ের বাস্তবতার নিরিখে। প্রেমনির্ভর অনেক কবিতাও লিখেছেন যেখানে ব্যক্তি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহই যেন মুখ্য হয়ে উঠেছেন।