কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে?

সঠিক উত্তর: 1s22s22p5
1S²2S²2P⁵ মৌলটি ফ্লোরিন। এটির তড়িৎ ঋনাত্নকতা সবচেয়ে বেশি। পর্যায় সারণিতে ডান থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে ও উপর থেকে নিচে গেলে কমে।ফ্লোরিন পর্যায় সারণিতে ২য় পর্যায় এ সবচেয়ে ডানে ও ৭ম পর্যায়ে সবার উপরে অবস্থিত হওয়ায় এর তড়িৎ ঋণাত্মকতা বেশি।