মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি?

সঠিক উত্তর: M-1L3T-2
মহাকর্ষীয় ধ্রুবক : একক ভরবিশিষ্ট দুটি বস্তুকনা একক দুরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যাগত মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। মহাকর্ষীয় ধ্রুবক এর মান বস্তুর ভরের উপর, মাধ্যমের প্রকৃতির উপর, উপাদানের উপরও নির্ভর করে না।