সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে?

সঠিক উত্তর: কোনটিই নয়
বয়েলের সূত্র P ∝ 1/V, অর্থাৎ চাপ ও আয়তন ব্যাস্তানুপাতে থাকে সম্পৃক্ত বাষ্প কি পুরোপুরি গ্যাস ? না। অর্থাৎ একটা নির্দিষ্ট চাপেই সম্পৃক্ত বাষ্প অবস্থান করে এবং চাপ বৃদ্ধি করলে তরলে পরিণত হবে। সুতরাং বয়েল র সূত্র এখানে প্রযোজ্য নয়।আবার, বাস্তব গ্যাস সমুহ বয়েল ও চার্লজের সুত্র মেনে চলে না। শুধু আদর্শ গ্যসগুলোই এই সুত্র মেনে চলে। যেহেতু বাষ্প একটি বাস্তব গ্যাস এজন্য এটি বয়েল ও চার্লজের সূত্র মানে না।