ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?

সঠিক উত্তর: স্পষ্টভাষী
'ঠোঁট - কাটা' শব্দের অর্থ কাউকে কোনো কিছু বলতে দ্বিধাবোধ করে না এমন, স্পষ্টবক্তা বা স্পষ্টবাদী। 'পক্ষপাতদুষ্ট' বলতে বোঝায় একচোখা বা কে পক্ষের প্রতি অনুরক্ত। 'অহংকারী 'অর্থ অহংকার করে এমন, অভিমানী। 'মিথ্যাবাদী' অর্থ মিথ্যা কথা বলে এমন, অসত্যভাষী।