প্রমিত বাংলা বানানের নিয়মে কোনটি অশুদ্ধ?

সঠিক উত্তর: ষ্টোর
প্রমিত বাংলা বানানের নিয়মে অশুদ্ধ 'ষ্টোর' বানানটির শুদ্ধরূপ হবে-স্টোর । ষ্টোর শব্দটি বিদেশী শব্দ। প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশী শব্দে মূর্ধন্য-ষ হয় না। যেমন: অস্কার, কনস্টেবল, পোস্ট, ফরেস্ট, মাস্টার, স্টার, হোস্টেল ইত্যাদি।