নিচের কোনটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়?

সঠিক উত্তর: বৈদ্যুতিক মোটর
শক্তির রূপান্তরঃ যখন কোন শক্তি এক রূপ থেকে অন্য যেকোনো এক বা একাধিক শক্তি রূপে পরিবর্তিত হতে পারে শক্তির এই পারস্পরিক পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।উদাহরণঃআমরা যখন একটি পাথর খণ্ড কে উপরের কোন স্থানে রেখে দেই তখন ঐ বস্তুটির মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত থাকে। ওই পাথর খণ্ডটিকে যখন উপর থেকে নিচে ছেরে দেওয়া হয় তখন বস্তুটির স্থিতিশক্তি ক্রমশ গতিশক্তিতে রূপান্তরিত হয়।সাধারণত বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া কয়লা, পেট্রোল, কেরোসিন, গ্যাস পুড়িয়ে রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা হয়।বৈদ্যুতিক মোটরে, বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।