কোন যৌগটি ক্ষারীয় KMnO4 এর সাথে বিক্রিয়া করে না-

সঠিক উত্তর: C6H6
ব্যাখা: অ্যালকেন ও অ্যালকিন সমূহ শনাক্ত করতে বেয়ার পরীক্ষা করা হয়।R-CH-CH2+[O]+H2O+KMnO4+KOH→R-CH-(OH)-CH2-(OH)KMnO4 এর গোলাপি বর্ণ দূরীভূত হয়। [অ্যালকিন এর ক্ষেত্রে]R-C≡C-R+[O]+KMnO4+KOH→RCOOH+R'COOHKMnO4 এর গোলাপি বর্ণ দূরীভূত হয়। [অ্যালকাইনের ক্ষেত্রে]এখানে, C6H6 অ্যালিফেটিক যৌগ তাই এটি বেয়ার পরীক্ষায় বর্ণ পরিবর্তন করেনা, অর্থাৎ ক্ষারীয় KMnO4 এর সাথে বিক্রিয়া করে না।