নাইট্রোজেন পরমাণুতে ৩টি বিজোড় ইলেক্ট্রন বিদ্যমান। নিচের কোন নীতি/ সূত্র দ্বারা একটি প্রমাণ করা সম্ভব?

সঠিক উত্তর: হুন্ডের সূত্র
ব্যাখ্যা: হুন্ডের সূত্রটি হল- "সমশক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকতে পারে এবং এই বিজোড় ইলেকট্রনের স্পিন একইমুখী হয়।” যেহেতু, নাইট্রোজেন পরমাণুতে ৩ টি ৰিজোড় ইলেক্ট্রন বিদ্যমান, তাই এটি হুন্ডের নীতি অনুসরণ করে।