কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ অনুসরণ করে?

সঠিক উত্তর: কম চাপ ও অধিক তাপমাত্রা
ব্যাখা: নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শভাবে আচরণ করে। আদর্শ আচরণ প্রদর্শনের জন্য গ্যাসের নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন-(i)ন্যূনতম আন্তঃকণা আকর্ষণ বল।(ii) সর্বোচ্চ আন্তঃকণা দূরত্ব।(iii) উচ্চ গতিশক্তি।