নিচের কোনটি কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান?

সঠিক উত্তর: সালফার
কয়লার গুনগত মান বাড়ে - ফিক্সড কার্বন থাকলেকয়লার গুনগত মান কমে - সালফার থাকলেবাংলাদেশে প্রাপ্ত কয়লায় সালফারের পরিমাণ কম থাকে।বাংলাদেশে ৩ধরনের কয়লার সন্ধান পাওয়া গেছে - বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা। বিটুমিনাস উন্নতমানের ও পিট কয়লা নিম্নমানের কয়লা।