ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেন (DO) বিষয়ে কোন বাক্যটি সঠিক?

সঠিক উত্তর: DO ৪.০-৬.০ পিপিএম থাকা প্রয়োজন
DO : পানিতে বিভিন্ন অণুজীব, জলজ প্রাণী ও উদ্ভিদের জীবনযাপনের জন্য যে পরিমাণ 02 পানিতে দ্রবীভূত থাকা প্রয়োজন তাকে ঐ পানির DO বলা হয়। এর আদর্শ মান হল 4-6 ppm তবে এর মান 2-3 ppm এর কম হলে ঐ পানিকে দূষিত পানি বলা হয়। আয়োডোমিতি পদ্ধতিতে DO এর পরিমাণ নির্ণয় করা হয়।