Ex-situ conservation এর উদাহরণ কোনটি?

সঠিক উত্তর: চিড়িয়াখানা
কোনো জীবকে সংরক্ষণের জন্য বিশেষ সুরক্ষা দেওয়ার প্রয়োজন হয় যা তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সম্ভব নয় , তখন সেই জীবকে তার প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে নিয়ে আসা হয় । এই ধরনের সংরক্ষণকে এক্স-সিটু সংরক্ষণ(Ex-situ conservation) বলে । যেমন - বোটানিক্যাল গার্ডেন -এ উদ্ভিদ সংরক্ষণ, চিড়িয়াখানা ।