কোনটি জীবন্ত জীবাশ্ম নয়?

সঠিক উত্তর: Archaeopteryx
বর্তমানের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয় । Cycas একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল ।Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত । প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadales বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল । এদের অনেকেই এখন বিলুপ্ত । এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসেবে । এ বর্গের সাইকাস সহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে । এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাডস এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির । এজন্যই Cycas সহ বর্তমানকালের সকল সাইকাডসকে (Cycadales বর্গের সদস্যদেরকে সাধারণভাবে Cycads বলা হয়) জীবন্ত জীবাশ্ম বলা হয় ।