'যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে'- কোন রচনার উদ্ধৃতি?

সঠিক উত্তর: বায়ান্নর দিনগুলো
তথ্য: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়ান্নর দিনগুলো' তাঁরঅসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।■ বায়ান্নর দিনগুলো রচনাটিতে বঙ্গবন্ধু ও মহিউদ্দিন আহমদ যখন অনশন ধর্মঘট করার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন বঙ্গবন্ধু বলেছিলেন- আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন, আমরা অনশন ভাঙব না । যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। ‘বায়ান্নর দিনগুলো' রচনার গুরুত্বপূর্ণ লাইন: - মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে, আর আমি ভুগছি নানা রোগে।- ফলে এটাকে যতি চিহ্ন বলা গেলেও ছেদ বা বিরাম চিহ্ন বলা যায় না ।- চার দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করল ।- মহাবিপদ! নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্যে পর্যন্ত দেয়। - আজ দুইশত বৎসর পরে আমরা স্বাধীন হয়েছি।- মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। • সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে পাঁচ-সাতবার আমাদের দেখতে আসেন।- মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।