'দুর্নীতি' শব্দটিতে 'ণ'-ত্ব’ বিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন?

সঠিক উত্তর: সমাসবদ্ধ শব্দ বলে
সন্ধি ও সমাসসাধিত কিছু সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ না হয়ে দন্ত্য-ন হয়।যেমন: অগ্রনায়ক, দুর্নিবার, প্রনষ্ট, সর্বনাম, ত্রিনয়ন, হরিনাম, বহির্গমন, নির্নিমেষ, পারন্ন, দুর্নিরীক্ষ্য, দুর্নীতি, ক্ষুন্নিবৃত্তি, শ্রীমান ইত্যাদি ।