আন্তঃকশেরুকা চাকতিতে কী ধরনের তরুণাস্থি পাওয়া যায়?

সঠিক উত্তর: শ্বেততন্তুময় তরুণাস্থি
শ্বেত-তত্ত্বময় (White fibrous) তরুণাস্থি : এর ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণ সাদা বর্ণের, অশাখ, অস্থিতিস্থাপক, কোলাজেন নির্মিত তন্তু সমান্তরালে বিন্যস্ত থাকে। বিশেষ কয়েকটি সন্ধিতে, যেমন— দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে(আন্তঃকশেরুকা চাকতিতে) এ ধরনের তরুণাস্থি পাওয়া যায়।