নিচের ক্ষেত্রগুলোর মধ্যে কোনটির বিরুদ্ধে কাজ করার জন্য ডেনিস ম্যুকউইগি এবং নাদিয়া মুরাদকে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল? [The 2018 Nobel Peace Prize was awarded to Denis Murad Mukwege and Nadia Murad for their efforts to work against----]

সঠিক উত্তর: যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংতা (Sexual violence as a weapon of war)
২০১৮ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইরাকের কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি। আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তাঁদের নাম ঘোষণা করে।নোবেল কমিটি বলছে, যুদ্ধকালে ও সশস্ত্র সংগ্রামের সময় যৌন সহিংসতা প্রতিরোধে অবদান রাখায় নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজিকে এই পুরস্কার দেওয়া হয়েছে।