একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল ---

সঠিক উত্তর: আরও ডুববে
আর্কিমিডিসের নীতি অনুসারে জাহাজ পানিতে ভেসে থাকার জন্য তার ওজনের সমপরিমাণ ওজনের পানি অপসারিত করে। সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির তুলনায় বেশি হওয়ায় সমুদ্রের পানির ওজন নদীর পানির তুলনায় বেশি। অতএব জাহাজটি সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে বেশি পানি প্রসারিত করবে। অর্থাৎ জাহাজের তল বেশি ডুববে।