‘মানানসই' শব্দের ‘সেই' কোন ধরনের প্রত্যয়?

সঠিক উত্তর: বিদেশি প্রত্যয়
■ বাংলা ভাষার তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। ১. বাংলা তদ্ধিত প্রত্যায় বিদেশী তদ্ধিত প্রত্যয় ৩.তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ■ মানানসই শব্দটি 'সই' বিদেশি প্রত্যয় যোগে গঠিত। এছাড়াও- সই, ওয়ালা, ওয়ানা, আনা, পানা, সা, গর, দার, বাজ, বন্দী বিদেশী প্রত্যয়।সই (মতো অর্থে):জুত + সই = জুতসইটেক + সই = টেকসইচলন+সই = চলনসইমানান+সই = মানানসই■ টিপসই ও নামসই শব্দ দুটোর 'সই' শব্দটি প্রত্যয় নয়। এটি ‘সহি’ (স্বাক্ষর) থেকে উৎপন্ন ।