সাম্যবাদী কবিতায় উল্লেখকৃত 'জেন্দাবেস্তা' কী?

সঠিক উত্তর: পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ ও ভাষা
জেন্দাবেস্তা হচ্ছে ইরানের প্রাচীন জরুথ্রুষ্টীয় ধর্মের(বা, পারসিকদের) প্রধান ধর্মগ্রন্থের নাম। এটিকে অনেক সময় এভেস্তাও বলা হয় যা লেখা হয়েছে এভেস্তিয়ান ভাষায়। এই ভাষাটি বেদের ভাষা সংস্কৃতের মতই পুরনো।