রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকারক রশ্মি বের হয়

সঠিক উত্তর: রঞ্জন রশ্মি
রঙিন টেলিভিশন থেকে রঞ্জন রশ্মি বের হয়। পুরোনো মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথোড রে টিউব ব্যবহার করা হয়। ইলেকট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারনে খুব সামান্য পরিমান x - ray বা রন্জন রশ্মি ব্যবহৃত হয়।