’বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন?

সঠিক উত্তর: তারামন বিবি
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা হলেন,১। তারামন বিবি২। ডাঃ সেতারা বেগমঅনেক জায়গায় মহিলা বীর প্রতীক হিসেবে কাঁকন বিবির নামও পড়ে থাকবেন। কাঁকন বিবিও একজন সাহসী মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা। ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বীরপ্রতীক উপাধীতে ভূষিত করলেও সেটি আজও গ্যাজেট আকারে প্রকাশিত হয়নি। তাই তালিকায় কাঁকন বিবির নাম নেই।