কোন মাপকাঠি বর্জ্যপানির দূষণের মাত্রা নির্ণয়ে গুরুত্বপূর্ণ নয় ?

সঠিক উত্তর: COD
COD: জলে সঞ্চিত বিভিন্ন প্রকার যৌগ পদার্থ যাদের জৈবক্ষয় ( bio degradation ) হয় না সেই সকল পদার্থ জারিত করতে যত পরিমাণ অক্সিজেন প্রয়ােজন হয় , তাকে COD বা রাসায়নিক অক্সিজেন চাহিদা ( Chemical Oxygen demand ) বলে । জলের বিভিন্ন প্রকার জৈব যৌগ অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়ায় বিয়ােজিত হয় ।খর পানি বা খর জল (Hard water) বলতে এমন পানিকে বোঝায়, যাতে কিছু বিশেষ খনিজের অধিক পরিমাণে দ্রবীভূত আয়ন থাকে, বিশেষ করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন থাকে, যার কারণে পানিতে সাবান মিশ্রিত করলে এতে ফেনা হতে চায় না, বরং গাদ উৎপন্ন হয়। পানির খরতাকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা যায় - স্থায়ী ও অস্থায়ী।DO এর পূর্ণরূপ হলো "Dissolved Oxygen" । পানিতে জলজ উদ্ভিদ, প্রাণী বা অণুজীবদের জীবন ধারণের জন্য যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে তাকে DO বলে ।B.O.D এর পূর্ণরূপ হলো Biochemical Oxygen Demand (জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের চাহিদা) । দূষিত পানিতে উপস্থিত জৈব পদার্থকে অণুজীব যেমন: ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজনের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সংক্ষেপে বলা হয় B.O.D ।TDS এর পূর্ণরূপ Total Dissolved Solid. অর্থাৎ পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণের একক হচ্ছে টিডিএস। এক লিটার পানিতে যত মিলিগ্রাম কঠিন পদার্থ দ্রবীভূত আছে তা প্রকাশ করা হয় TDS দিয়ে।  TDS এর একক হচ্ছে ppm (parts per million).