সমসংস্থ ক্রোমোজোমের একই জিন লোকাসে অবস্থিত বিপরীত ধর্মী যুগ্ম জিন জোড়ায় একটিকে অপরটির বলা হয়-

সঠিক উত্তর: অ্যালিলোমর্ফ
ক্রোমোসোমে একটি জিনের অবস্থানকে লোকাস বলে। দুইটি ক্রোমোসোমের একই লোকাসে অবস্থানকারী জিনগুলোকে পরস্পরের অ্যালিল বলা হয়। জিনগুলোর একত্রে অবস্থান করাকে অ্যালিলোমর্ফ বলে। মেন্ডেলের বংশগতির প্রথম সূত্রটি সংকর জনন থেকে প্রাপ্ত এবং দ্বিতীয় সূত্রটি দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত।