হাইড্রার নেমাটোসিস্টে কোন ধরনের বিষাক্ত পদার্থ থাকে ?

সঠিক উত্তর: হিপনোটক্সিন
Hydra-র একটি আদর্শ নিডোসাইট নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত যথা - (১) আবরণ, (২) নেমাটোসিস্ট, (৩) অপারকুলাম, (৪) নিডোসিল ও (৫) পেশিতন্তু ও ল্যাসোনেমাটোসিস্ট (Nematocyst) : নিডোসাইটের অভ্যন্তরে অবস্থিত, কাইটিনের মতো পদার্থে নির্মিত আবরণে আবৃত ও সূত্রকযুক্ত একটি ক্যাপসুলের নাম নেমাটোসিস্ট । আদর্শ নিডোসাইটের ক্যাপসুলটি প্রোটিন ও ফেনল-এর সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল হিপনোটক্সিন এ পূর্ণ থাকে । লম্বা, সরু, ফাঁপা সূত্রকটি যা প্রকৃতপক্ষে ক্যাপসুলেরই অগ্রপ্রান্তের অভিন্ন প্রসারিত অংশ সেটি অবস্থান করে । সূত্রকের চওড়া গোড়াটিকে বাট বা শ্যাফট বলে । এতে তিনটি বড় তীক্ষ্ণ কাঁটার মতো বার্ব এবং সর্পিল সারিতে বিন্যস্ত ক্ষুদ্রতর কাঁটার মতো অসংখ্য বার্বিওল দেখা যায় । স্বাভাবিক অবস্থায় সূত্রকটি বাট ও কাঁটাসহ থলির ভিতরে উল্টো অবস্থায় প্যাঁচানো থাকে ।